Home মারা গেছেন ‘ওকে বেবি’ খ্যাত টিকটকার মায়াজাল May 06, 2025 0 মারা গেছেন ‘ওকে বেবি’ খ্যাত টিকটকারশর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ‘ওকে বেবি’ নামে পরিচিত দুই বছর বয়সী টিকটকার প্রেস্টন অর্ডোন মারা গেছেন। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।PauseMuteLoaded: 54.72%Remaining Time -5:39Close Playerরাজ্য পুলিশ জানিয়েছে, ‘ওকে বেবি’ খ্যাত টিকটকার বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, টিকটকার প্রেস্টনের মা-বাবা দু’জনই গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনায়। এ ব্যাপারে তদন্ত চলছে।কর্মকর্তারা আরও জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের কিছুক্ষণ আগে সেন্ট ট্যামানি প্যারিশে ইন্টারস্টেট ১২-তে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০১১ সালের মডেলের একটি ফোর্ড এফ-১৫০ রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে টিকটকার প্রেস্টনের।✪ আরও পড়ুন: মাহিয়া মাহির রহস্যময় স্ট্যাটাসএ ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু সুরক্ষা আসনে সঠিকভাবে রাখা হয়নি ‘ওকে বেবি’ খ্যাত ক্ষুদে টিকটকার তারকাকে। এ ব্যাপারে রাজ্য পুলিশ জানিয়েছে, গাড়িতে সুরক্ষা সরঞ্জাম সঠিকভাবে ব্যবহারে গুরুতর আঘাত বা মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। একইসঙ্গে সিট বেল্ট ও শিশু সুরক্ষা আসনের সঠিক ব্যবহার জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে।প্রসঙ্গত, ২০২৩ সালে প্রেস্টনের প্রথম ভিডিও পোস্ট করা হয় টিকটকে। প্রায় পাঁচ লাখের বেশি ফলোয়ার সংখ্যা তার। চ্যানেলটি পরিচালনা করতেন তার মা-বাবা। টিকটকে তার ভিডিওগুলোয় দেখা গেছে, তাকে কিছু করতে না করলে মিষ্টিভাবে ‘ঠিক আছ ‘ বলে উত্তর দেন তিনি। মিষ্টিসুলভ অভিনয় জায়গা করে নেয় নেটিজেনদের মনে।✪ আরও পড়ুন: অভিনেতা সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ✪ আরও পড়ুন: অভিনেতা সিদ্দিকের নামে ২ মামলা You Might Like
শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ‘ওকে বেবি’ নামে পরিচিত দুই বছর বয়সী টিকটকার প্রেস্টন অর্ডোন মারা গেছেন। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।PauseMuteLoaded: 54.72%Remaining Time -5:39Close Playerরাজ্য পুলিশ জানিয়েছে, ‘ওকে বেবি’ খ্যাত টিকটকার বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, টিকটকার প্রেস্টনের মা-বাবা দু’জনই গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনায়। এ ব্যাপারে তদন্ত চলছে।কর্মকর্তারা আরও জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের কিছুক্ষণ আগে সেন্ট ট্যামানি প্যারিশে ইন্টারস্টেট ১২-তে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০১১ সালের মডেলের একটি ফোর্ড এফ-১৫০ রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে টিকটকার প্রেস্টনের।✪ আরও পড়ুন: মাহিয়া মাহির রহস্যময় স্ট্যাটাসএ ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু সুরক্ষা আসনে সঠিকভাবে রাখা হয়নি ‘ওকে বেবি’ খ্যাত ক্ষুদে টিকটকার তারকাকে। এ ব্যাপারে রাজ্য পুলিশ জানিয়েছে, গাড়িতে সুরক্ষা সরঞ্জাম সঠিকভাবে ব্যবহারে গুরুতর আঘাত বা মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। একইসঙ্গে সিট বেল্ট ও শিশু সুরক্ষা আসনের সঠিক ব্যবহার জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে।প্রসঙ্গত, ২০২৩ সালে প্রেস্টনের প্রথম ভিডিও পোস্ট করা হয় টিকটকে। প্রায় পাঁচ লাখের বেশি ফলোয়ার সংখ্যা তার। চ্যানেলটি পরিচালনা করতেন তার মা-বাবা। টিকটকে তার ভিডিওগুলোয় দেখা গেছে, তাকে কিছু করতে না করলে মিষ্টিভাবে ‘ঠিক আছ ‘ বলে উত্তর দেন তিনি। মিষ্টিসুলভ অভিনয় জায়গা করে নেয় নেটিজেনদের মনে।✪ আরও পড়ুন: অভিনেতা সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ✪ আরও পড়ুন: অভিনেতা সিদ্দিকের নামে ২ মামলা
Post a Comment