Homeগণহত্যা শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের ‘মানবপ্রাচীর’ কর্মসূচি মায়াজাল May 03, 2025 0 শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের ‘মানবপ্রাচীর’ কর্মসূচিপলা চত্বরে সংঘটিত ‘বর্বরোচিত গণহত্যার’ বিচার দাবিতে দেশব্যাপী ‘মানবপ্রাচীর’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সংগঠনটি আজ শনিবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী সোমবার (৫ মে) সারাদেশের সকল বিভাগীয় শহরে এই মানবপ্রাচীর কর্মসূচির আয়োজন করা হয়েছে।ছাত্রশিবির এই কর্মসূচির মাধ্যমে দেশবাসী ও মানবাধিকার সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তারা আশা প্রকাশ করে, এর মাধ্যমে ২০১৩ সালের ৫ মে রাতের হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রশিবির আরও উল্লেখ করে, এই হত্যাকাণ্ড ছিল ‘রাষ্ট্রীয় নিষ্ঠুরতার এক জঘন্য দৃষ্টান্ত’, যা এখনও বিচারহীনতার ‘গ্লানিময় নজির’ হয়ে আছে।ন্যায়বিচার প্রতিষ্ঠা, শহীদদের স্মরণ এবং জাতিকে সচেতন করতেই এই মানবপ্রাচীর কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। You Might Like View all
Post a Comment