লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, বিমানবন্দরে স্বাগত জানাবে বিএনপি


 চার মাস পর সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০২ নিয়মিত ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দর হয়ে ঢাকায় যাবেন। তাঁর সঙ্গে আসছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। 

খালেদা জিয়া রোববার লন্ডন থেকে সরাসরি বিমানের সিলেট ফ্লাইটে উঠবেন। পৌঁছবেন সোমবার সকালে। বিমানটি সিলেটে যাত্রী নামিয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। 


খালেদা জিয়াসহ তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে সিলেট বিএনপি। শনিবার ‍দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীয়ের সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। 

কাইয়ুম চৌধুরী সমকালকে জানান, নেতাকর্মীরা উপস্থিত থেকে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। সিনিয়র দু’একজন নেতা দলের পক্ষ থেকে তাঁর সঙ্গে দেখা করতে পারেন। 

বিমানের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানিয়েছেন, বিমানটি লন্ডন থেকে রোববার সন্ধা ৬টা ২০ মিনিটে ছাড়বে। পৌঁছবে সোমবার সকাল ৯টা ২০ মিনিটে। যাত্রী নামানোর পর ১০টা ৫ মিনিটে সিলেট ছেড়ে যাবে। 

Post a Comment

Previous Post Next Post