Home স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামীও মায়াজাল May 03, 2025 0 স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামীওসিরাজগঞ্জ সদরে ৮৩ বছরের অসুস্থ স্ত্রীর মৃত্যুর সংবাদে ৩০ মিনিট পর ৮৬ বছরের স্বামী স্টোক করে মারা যান। বৃহস্পতিবার (১ মে) সকালে নিহতদের নাতি উত্তম শর্মা এসব তথ্য নিশ্চিত করেন।নাতি উত্তম শর্মা জানান, তার দিদিমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই সংবাদ শুনে তার দাদু রাত সাড়ে ৯টার দিকে স্টোক করে বাড়িতেই মারা যান। মৃত মহেন্দ্র নাথ শীল নরসুন্দরের কাজ করতেন। পরে বুধবার ভোরে তাদের সিরাজগঞ্জ পৌর ঘুরকা মহাশ্মশানে আনা হয়। সকাল ৮টার দিকে একসঙ্গে দুই চিতা জ্বালানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সূত্রধর বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামী স্ট্রোক করে মারা গেছেন। পরে তাদের শ্মশানে একসঙ্গে দাহ করা হয়। You Might Like
Post a Comment