এক ট্রেনের ভিডিও করতে গিয়ে আরেক ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

এক ট্রেনের ভিডিও করতে গিয়ে আরেক ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু


ছুটে আসা ট্রেনের ভিডিও করার সময় আরেক ট্রেনে কাটা পড়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ইশতিয়াক আহমেদ রাফিধ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশতিয়াক রাজশাহী সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী।

জানা গেছে, রাজধানীর খিলক্ষেত এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন ইশতিয়াক। শুক্রবার খালাতো ভাইকে নিয়ে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে ট্রেনের ভিডিও করছিলেন। ওই সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন- স্ত্রীর শরীরে সিগারেটের ছ্যাঁকা, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ইশতিয়াকের খালাতো ভাই মুস্তাফিজুর রহমান জানান, একপাশের রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলের মাধ্যমে টঙ্গী থেকে কমলাপুরের দিকে যাওয়া একটি ট্রেনের ভিডিও করছিলেন ইশতিয়াক। ওই সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা অপর একটি ট্রেন আসলে সেই ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই ইশতিয়াকের মৃত্যু হয়।

আরও পড়ুন: ছেলের বাড়িতে বেড়াতে এসে সড়কে ঝরলো বৃদ্ধের প্রাণ

মুস্তাফিজুর রহমান বলেন, ‘ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কি-না খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।’

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post